৪৪৯ পদে গণপূর্ত অধিদপ্তর এ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২

৪৪৯ পদে গণপূর্ত অধিদপ্তর এ নিয়োগ বিজ্ঞপ্তি

৪৪৯ পদে গণপূর্ত অধিদপ্তর এ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২

গণপূর্ত অধিদপ্তরের গ্রেড-১৪ হতে ১৬ গ্রেডভূক্ত নিম়ন বর্ণিত (৩য় শ্রেণীর) শূণ্য পদসমূহ পূরণের লক্ষ্যে বাংলাদেশের স্হায়ী নাগরিকদের (পুরুষ/মহিলা) নিকট হত কেবলমাত্র অনলাইন এর মাধ্যমে দরখান্ত আহবান করা যাচ্ছে।

প্রতিষ্ঠান নামঃ গণপূর্ত অধিদপ্তর
পদের নামঃ বিভিন্ন পদ
পদ সংখ্যাঃ ৪৪৯টি
আবেদন ফীঃ ১০৪/- টাকা
আবেদন শুরুঃ ১৭ এপ্রিল ২০২২
আবেদনের শেষ তারিখঃ ৩১ মে ২০২২

নোটঃ একজন প্রার্থী একটি মাত্র পদেই আবেদন করতে পারবেন

১. পদের নামঃ সাঁট-মুদ্রাক্ষারিক কাম-কম্পিউটার অপারেটর
বেতন স্কেলঃ ১০,২০০ – ২৪,৬৮০/- (গ্রেড-১৪)
পদের সংখ্যাঃ ২৪
শিক্ষাগত যোগ্যতাঃ স্নাতক ডিগ্রী & কম্পিউটার ব্যবহারে দক্ষ হতে হবে।
বয়স: ১৮-৩০ বছর।

২. পদের নামঃ জরিপকারী
বেতন স্কেলঃ ১০,২০০ – ২৪,৬৮০/- (গ্রেড-১৪)
পদের সংখ্যাঃ ১৪
শিক্ষাগত যোগ্যতাঃ জরিপ বিষয়ে ডিপ্লোমা।
বয়স: ১৮-৩০ বছর।

৩. পদের নামঃ নকশাকার
বেতন স্কেলঃ ৯,৭০০ – ২৩,৪৯০/- (গ্রেড-১৫)
পদের সংখ্যাঃ ১০৬
শিক্ষাগত যোগ্যতাঃ এসএসসি পাস। সংশ্লিষ্ট ক্ষেত্রে ড্রাফটিং সনদপত্রও থাকতে হবে।
বয়স: ১৮-৩০ বছর।

৪. পদের নামঃ কার্য সহকারী
বেতন স্কেলঃ ৯,৩০০ – ২২,৪৯০/- (গ্রেড-১৬)
পদের সংখ্যাঃ ২৩
শিক্ষাগত যোগ্যতাঃ এইচএসসি পাস & ০৫ বছর অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স: ১৮-৩০ বছর।

৫. পদের নামঃ অফিস সহকারী (কম্পিউটার অপারেটর)
বেতন স্কেলঃ ৯,৩০০ – ২২,৪৯০/- (গ্রেড-১৬)
পদের সংখ্যাঃ ১৮০
শিক্ষাগত যোগ্যতাঃ এইচএসসি পাস & কম্পিউটার ব্যবহারে দক্ষ হতে হবে।
বয়স: ১৮-৩০ বছর।

৬. পদের নামঃ হিসাব সহকারী
বেতন স্কেলঃ ৯,৩০০ – ২২,৪৯০/- (গ্রেড-১৬)
পদের সংখ্যাঃ ১০১
শিক্ষাগত যোগ্যতাঃ এইচএসসি পাস (বাণিজ্য)।
বয়স: ১৮-৩০ বছর।

৭. পদের নামঃ ট্রেসার
বেতন স্কেলঃ ৯,৩০০ – ২২,৪৯০/- (গ্রেড-১৬)
পদের সংখ্যাঃ ০১
শিক্ষাগত যোগ্যতাঃ Drawing বিষয়সহ এসএসসি পাস।
বয়স: ১৮-৩০ বছর।

গণপূর্ত অধিদপ্তর আবেদনের পদ্ধতি ও শর্তাবলিঃ

  1. উপরে উল্লখিত পদের জন্য সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন।
  2. ১৭ এপ্রিল ২০২২ খ্রিঃ তারিখে আবেদনকারীর বয়স ১৮ হতে ৩০ বছরের মধ্যে হতে হবে। মুক্তিযােদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়স অনুর্ধ্ ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য। ক্রমিক নম্বর ১ ও ৫ পদের ক্ষত্রে বিভাগীয় প্রার্থীদের বয়স সীমা ৪০ বৎসর পর্যন্ত শিথিলযােগ্য। গণপূর্ত অধিদপ্তরে কবলমাত্র সেটআপ ভুক্ত পদে (মাস্টার রোল, ওয়ার্কচার্জড, অস্থ্থায়ী নিয়মিত, ভাউচার, আউটসাের্সিং ব্যতিত) কর্মরত কর্মচারীগণ বিভাগীয় প্রার্থী হিসেবে গণ্য হবেন। বিভাগীয় প্রার্থী হিসেবে আবেদনকারীগণ তার নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষের (নির্বাহী প্রকৌশলীর নিম্নে নয়) নিকট হতে নাম, পদবী, কর্মস্থল এবং কোন তারিখ হতে কর্মরত আছেন সে বিষয়ে সনদ গ্রহণপূর্বক আবেদনের সাথে আপলােড করবেন। বয়েস প্রমাণে জন্ম নিবন্ধন/জাতীয় পরিচয়পত্র বিবেচনা করা হবে। বয়সের ক্ষেত্র কোন এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। (জন্ম নিবন্ধন ওয়েব সাইট হতে পরীক্ষা করা হবে।)
  3. একজন ব্যক্তি উপরে উল্লিখিত পদসমূহের যেকোন একটির জন্য আবেদন করতে পারবেন।
  4. মৌখিক পরীক্ষার সময় সকল সনদপত্রের মূল কপি প্রদর্শন করতে হবে এবং পূরণকৃত আবেদনের প্রিন্ট কপিসহ সত্যায়িত এক সেট সনদপত্রাদি দাখিল করতে হবে।
  5. প্রার্থী কর্তৃক প্রদত্ত কোন তথ্য বা দাখিলকৃত কাগজপত্র জাল, মিথ্যা, ভুয়া, বিজ্ঞস্তিতে চাওয়া শর্তের সাথে অসামঞ্জসাপূর্ণ প্রমাণিত হলে কিংবা পরীক্ষায় নকল বা অসদুপায় অবলম্মন করলে, সংশ্লিষ্ট প্রার্থীতা বাতিল করা হবে এবং তার বিরুন্ধে আইনানুগ ব্যবস্থা প্রহণ করা হবে। ভুল তথ্যজাল কাগজপত্র পরদর্শিত হলে পরীক্ষায় উত্তীর্ণ যে কোান প্রার্থীর প্রার্থীতা যে কোন পর্যায়ে বাতিল করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করে। নিয়ােগ সংক্রান্ত বিষয়ে নিয়ােগকারী কর্ৃপক্ষের সিদ্ধান্তই চুড়ান্ত বলে গণ্য হবে।
  6. এ বিজ্ঞপ্তি সম্পূর্ণ বা আংশিক বাতিল করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করেন।
  7. চাকুরিতে নিয়োগ লাভের ব্যাপারে কোন প্রকার তদবির প্রার্থীর অযােগ্যতা হিসেবে বিবেচিত হবে।
  8. নিয়ােগপত্র জারীর পরও স্বাস্যগত পরীক্ষা ও পুলিশ ভেরিফিকেশনে কোন প্রকার অসংগতি থাকলে নিয়েগ বাতিল বলে গণ্য হবে।
    MCQ ও লিখিত উভয় পরীক্ষায় পৃথকভাবে উত্তীর্ণ হতে হবে।
  9. এ নিয়ােগ বিজ্ঞ্তিটি ণপূর্ত অধিদপ্রের নিজস্ব সাইটে (www.pwd.gov.bd) ওয়েব পাওয়া যাবে।
  10. অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও শর্তাবলী:

বিস্তারিত দেখুন অফিসিয়াল বিজ্ঞপ্তিতে….

গণপূর্ত অধিদপ্তর

গণপূর্ত অধিদপ্তর

৪৪৯ পদে গণপূর্ত অধিদপ্তর এ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২

Works Circular

সকল সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে নিচের লিংকে ক্লিক করুন।

নিয়োগ বিজ্ঞপ্তি 

Facebook

, , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , ,

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

This div height required for enabling the sticky sidebar
Ad Clicks : Ad Views : Ad Clicks : Ad Views : Ad Clicks : Ad Views : Ad Clicks : Ad Views :